যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন স্মৃতি পাঠাগার ও খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে
 শনিবার সকালে উপজেলার দোহাকুলা পূর্বপাড়ায় হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ’র  আয়োজনে পাঠাগার ও খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, যশোরের ঐতিহ্য খেজুরের গুড়। সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে বৃহত্তর পদক্ষেপ নেওয়া হয়েছে। খেজুর গাছের রস গুড়ের ব্যবসা লাভজনক ব্যবসা। শুধু তাই নয় খেজুর গাছ সড়কের পাড় রক্ষায় কাজ করে। বাঘারপাড়ার বুক চিরে বয়ে চলা চিত্রা নদীর পাড় রক্ষায় দু’পাড়ে ১০ লাখ গাছ রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ২ কোটি খেজুরের চারা রোপন করা হবে। বাঘারপাড়া থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন।
সড়কটি শার্শা ঝিকরগাছা হয়ে যশোরের মুড়লি মোড় থেকে বাঘারপাড়ার চাড়াভিটা হয়ে নড়াইলের কালনা সেতু দিয়ে ভাঙ্গায় মিলিত হবে। এছাড়াও মাগুরার আড়পাড়া থেকে বাঘারপাড়া পর্যন্ত সড়কটি এলজিইডির কাছ থেকে নিয়ে সড়ক বিভাগের মাধ্যমে আঞ্চলিক মহাসড়কে নির্মাণ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সড়কটি উন্নতি হলে মাগুরা ও বাঘারপাড়াবাসীর মাধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।
অন্যদিকে বক্তব্য শেষে বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন স্মৃতি পাঠাগারে অর্ধশত বই তুলে দেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। পরে স্থানীয় একটি সড়কের পাশ দিয়ে একাধিক খেজুরের চারা রোপণ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি সাঈদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর, হারুন অর্গানিক এগ্রো ফার্মের পরিচালক (পরিকল্পনা ও ব্যবসায় উন্নয়ন) সোহরাব হোসেন, ডাইরেক্টর কাজী তুহিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন হোসাইন।