শাকিল আহমেদ,স্টাফ রিপোর্টারঃ গাজিপুর একটি শিল্প এলাকা। মৌচাক মার্কেটে বিকেল হলেই হাজারো অস্থায়ী দোকানের ভিড় জমে। আর গার্মেন্টস শ্রমিকরা এই রোড দিয়েই যাতায়াত করে।
যানবাহন আর অস্থায়ী দোকানের ভীড়ে অসংখ্য গার্মেন্টস কর্মচারীদের যাতায়াত করতে দুর্ভোগের কবলে পড়ে হয় এবং ভীড়ের মাঝে ছিনতাইয়ের ভয়ও আছে। এব্যাপারে বাজার সমিতির সভাপতি কাছে জানতে গেলে তিনি এড়িয়ে যান। পরবর্তীতে আবারও কথা বলতে গেলে তিনি খারাপ আচরণ করেন।
এব্যাপারে দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, তাদের দোকান করার জন্য চাঁদা দিতে হয়। এই ফুটপাতের দোকান পাট গুলো উচ্ছেদ হলে সাধারণ মানুষ নিরাপদভাবে রাস্তায় চলাচল করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভোগান্তিতে পড়া জনগণ আবেদন জানান যে, ফুটপাতে কোন দোকানপাট যেন বসতে দেওয়া না হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।