“ভূমি সেবা অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এই স্লোগানকে সামনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ- পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে চত্বরে ভূমি সেবা ক্যাম্প বুথের উদ্বোধন করা হয়।

ছবি: কলম কথা

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় র্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানগণ,

উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালি শেষে আলোচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল খতিয়ান, ই-নামজারিসহ ভূমি সেবাসমূহ সম্পর্কে ধারণা ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের আহবান জানান এবং জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ দেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, উপজেলা ভূমি অফিস ছাড়াও ১১ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। এখন ভূমি সেবা অফিসে না এসেই জনগণ ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবে বলেও জানান তিনি। মোঃ ইসহাক