এইচ,এম,বদিউর রহমান বদি, রামু প্রতিনিধি: ২৯/৭/২০২২ ইংরেজি থেকে ৪ নং ওয়ার্ডে বিয়েশাদি বা এই ধরনের কোন প্রকার অনুষ্ঠানে আজ থেকে গানবাজনা নিষিদ্ধ। কাউয়ারখোপ ৪ নং ওয়ার্ডের মেম্বার ২ নং প্যানেল চেয়ারম্যান হাসান তালুকদার সমাজিক মূল্যবোধ অসমাজিক কার্যকলাপ বন্ধের লক্ষ্যে গানবাজনা নিষিদ্ধ করে একটি অবিস্মরণীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
কক্সবাজার জেলার রামু উপজেলাস্থ কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হচ্ছে আলেম সমাজের অধ্যোশীত একটি গ্রাম। যেই গ্রামে শতভাগ জনসংখ্যার মধ্যেই ৬০ ভাগেরই বেশি আলেম ওলামা রয়েছেন।
অত্র এলাকায় এমন কোন ঘর নেই যেই প্রতিটি ঘরে ঘরে দুই একজন করে আলেম মাওলানা রয়েছেন। অত্র এলাকার বিশিষ্ট আলেমগণ বড় বড় মুফতি, মুহাদ্দিসগণ কুরানের হাফেজ, ক্বারিগন বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে বিভিন্ন বড় বড় মাদ্রাসায় সুনামের সহিত শিক্ষকতা করে আসছেন।
অত্র ওয়ার্ডে এক সময় বিয়েশাদি বা এই টাইপের অন্য কোন অনুষ্ঠানে মাইক সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ ছিলো,তাই টিক আগেকারদিনের মত সভ্য সুষ্ঠ সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে তরুণ আলেম সমাজ ও যুব সমাজ কে সাথে নিয়ে অত্র উদ্যোগটি গ্রহণ করেন কাউয়ারখোপ ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মেম্বার মাওলানা মরহুম গোলাম কাদের রঃ এর সুযোগ্যা সন্তান হাসান তালুকদার।
দীর্ঘ বছর পর আবারও গান বাজনা নিষিদ্বের উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকার মুরব্বি আলেম সমাজ ও ছোট বড় সবাই অত্যান্ত আনন্দের সহিত গানবাজনা নিষিদ্বের সিন্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এই বিষয়ে মেম্বার হাসান তালুকদারের সাথে কথা বলা হয়,প্রশ্ন করি যে,এই উদ্যোগ গ্রহণ করার জন্য সমাজে কোন প্রকার প্রভাব পড়বে কিনা।মেম্বার হাসান তালুকদার বলেন আশাকরি কোন প্রভাব পড়বেনা , কারণহিসেবে তিনি বলেন আমার এলাকা ৪ নং ওয়ার্ডে রয়েছে দীর্ঘ প্রাচিনতম একটি বড় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামীয়া তাজবিদুল কোরান মাদ্রাসা ও এতিমখানা, ৪ টি ফুরকানিয়া নুরানি মাদ্রসা ৩ টি হেফজখানা,
এবং এর সাথে কাউয়ারখোপ ইউনিয়ন এর সর্ববৃহৎ একটি জামে মসজিদ ও বৃহত্তর একটি কবরস্থান রয়েছে। সাথে আরও ছোট বড় ৪ টি মসজিদ কবরস্থান রয়েছে আমার ওয়ার্ডে । আমি মনে করি এবং উপলব্ধি করি যে অত্র এলাকায় মাইকের বা সাউন্ড বক্স বাজালে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, হেফজখানা, ফুরকানিয়া মাদ্রাসা, কবরস্থানকে অপমান অসম্মান করা হবে।
মেম্বার হাসান তালুকদার বলেন একজন মুসলমান হিসাবে এইটা সকলের ঈমানি দায়িত্ব। তাই আমি চেষ্টা করছি মহান আল্লাহপাক এর অভিশাপ থেকে যেনো আমি এবং আমার এলাকার সকলস্থরের জনগণ গুনাহ থেকে বাঁচতে পারে।
আজ শুক্রবার অত্র ওয়ার্ডের প্রতিটি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব গণের মাধ্যমে মাইক সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়। আগামীতে অত্র এলাকায় বিয়েশাদি বা এই ধরনের কোন প্রকার অনুষ্ঠানে মাইক সাউন্ড বক্স ইত্যাদি বাজানো যাবেনা।আজ শুক্রবার প্রতিটি জামে মসজিদের সম্মানিত খতিবগণের খুতবায় মূল আলোচ্য বিষয় ছিলো এটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।