জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি ডাঃ মুরাদ হাসানকে নিয়ে তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ও তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি আবদুর রশীদ এর কুরুচীপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
বুধবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মালিক সমিতি অফিসে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার লিখিত বক্তব্যে বলেন, ১৪১ জামালপুর-৪( সরিষাবাড়ী) আসনের এমপি প্রার্থী তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি আবদুর রশীদ গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে অলোচনা সভায় দিবসটির তাৎপর্যপুর্ণ বক্তব্য না দিয়ে ডাঃ মুরাদ হাসান এমপি উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস দান করে ফেরত নিয়েছেন বলে উল্লেখ করেন।
এ বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচীপুর্ণ দাবী করে বলেন, স্বাধীনতার ৫২ বছরেও এ আসনে অনেক এমপি হয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচন আসলে এক ডজন এমপি প্রার্থী হন কিন্তু কেউ দলীয় কার্যালয় নির্মাণের কোন উদ্যোগ না নিলেও ডাঃ মুরাদ হাসান এমপি তার নিজস্ব অর্থায়নে একটি অস্থায়ী টিনশেড ঘর রেলওয়ের জমি লীজ নিয়ে নির্মাণ করেছেন যা ২০২২ইং সালে বাংলাদেশ রেলওয়ের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ঘরটির আংশিক ভাঙ্গা হলে সেটি ব্যবহারের অনুপযোগীতা মনেকরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা স্বাক্ষরিত একটি পত্র ডা: মুরাদ হাসানকে ওই ঘরটির মালামাল সরিয়ে নেওয়ার জন্য পত্র দিলেও অদ্যবধি ঘরটি পরিত্যাক্ত অবস্থায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের নামেই রয়েছে। ডাঃ মুরাদ হাসান এমপি ওই কার্যালয়টি ফেরত না নিলেও তাকে জড়িয়ে মিথ্যাচার করে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়েছেন । তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি আবদুর রশীদ এর কুরুচীপুর্ণ বক্তব্য প্রত্যাহার করার দাবী জানান ডাঃ মুরাদ হাসান এর পক্ষে সংবাদ সম্মেলনের বক্তারা।
এতে বক্তব্য রাখেন,সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি হাবিবুর রহমান মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার,সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের জিএস রাজন আহমেদ, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।