ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরিতে কোরবানীর আগে গরু চুরি প্রতিরোধ ও মাদককে জিরোটলারেন্স ঘোষণা করেছেন স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। তিনি বলেন,দীর্ঘ সময় ধরে চন্দনাইশের বরমার বিভিন্ন পয়েন্টে একটি গরু চোর চক্র কোরবানীর ঈদের পূর্বে গরু চুরি করে কৃষকদের সর্বশান্ত করে চলেছে।

পাশাপাশি যুব সমাজ মাদকআসক্ত হয়ে, কিশোর গ্যাং, ইয়াবা সেবনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাছাড়া তাদের নেশার টাকা আদায় করতে এলাকায় কিশোর গ্যাংয়ের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। কিশোর,যুবকরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ সকল অপরাধ ও গরু চুরি প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নিদের্শে।

পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এক সমাবেশের মাধ্যমে আইনগত পদক্ষেপ জোরদার করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গত ১১ জুন বিকালে বরমার বাতাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গরু চুরি ও মাদক প্রতিরোধে জিরোটলারেন্স বাস্তবায়ন করতে এক প্রতিবাদ সভা চেয়ারম্যান খোরশেদ আলম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আসহাব উদ্দিন হিরু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন,বৈলতলী ইউপি চেয়ারম্যান এস.এম সায়েম। আলোচনায় অংশ নেন,এস.আই খলিলুর রহমান, মেম্বার, ছেনোয়ারা বেগম,জয়দেব গাঙ্গুলী,যুবলীগ নেতা যথাক্রমে- সেলিম উদ্দীন, সিরাজুল ইসলাম প্রমূখ।