নিজস্ব প্রতিবেদক: তাহিরপুরের সর্ববৃহৎ সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো- অপারেটিভ এসোসিয়েশন RCA কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান।
তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার রায়হান কবির,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম শোয়েব ও প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মারুফ হোসাইন,বীর মুক্তিযোদ্ধা উমর আলী মাস্টার,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক কাসমীর রেজা ও পিযুষ পুরকায়স্থ টিটু, তাহিরপুর সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলার সভাপতি মোঃ আতাউর রহমান, উওর শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল ও জেলা ছাত্রলীগ নেতা বিপ্লব আহমেদ বাবু। সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রাম সঞ্চালনা করেন স্থায়ী কমিটির সভাপতি সজীব আহমেদ সজল, এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদুল হক,আব্দুল হামিদ,অনন্ত চন্দ্র পাল,ডা. আবুল বাশার জুয়েল, আবুস ছোবান,সদ্য সাবেক সভাপতি দ্বীন ইসলাম, নতুন কমিটির সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,বর্তমান সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,এস এ রুবেল সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক জাকারিয়া, সহ অর্থ সম্পাদক জাহিদ হাসান ও আমিরুল ইসলাম, ইব্রাহিম, মোশাহিদ সহ প্রমুখ সদস্যবৃন্দ।
সংগঠনের বক্তব্য প্রদানকালে বক্ততারা বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্ট এর সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।এছাড়া মাদক মুক্ত তাহিরপুর গঠনের দাবীও জানানো হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখহাসিনার প্রসংশনীয় উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে তাহিরপুর কে মাদক মুক্ত এলাকা হিসাবে গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।