রাজিবুল ইসলাম রিয়াজ, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১১টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সমাবেশটি শুরু হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন প্রমুখ।
সভায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সূশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।