তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের উমরনগর গ্রামে মামির সাথে টিকা নিতে বের হয়ে লাশ হতে হলো শিশু মিমকে (৪)। লাশটি বর্তমানে বোয়ালমারী থানায় রয়েছে।
জানা যায়, রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উমরনগর গ্রামের মো. রাজু শেখের মেয়ে মিম (৪) তার মামির সাথে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উমরনগর গ্রামের রউফ মোল্যার বাড়ির সামনে পাকা রাস্তায় পৌছালে একটি ইজি বাইক সামনে থেকে মুখোমুখি ধাক্কা মারে।
ধাক্কা খেয়ে মিম আহত হয়। আহত অবস্থায় মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ইজি বাইক চালক একই ইউনিয়নের মোড়াইল গ্রামের মো. আহম্মেদ (৪৫) ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওয়াব বলেন, ইজি বাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে। ওই শিশুর পরিবার লাশ থানায় নিয়ে এসেছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।