মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় গলায় ওড়না পেচিয়ে সালমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার খামার পাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের (নানচি পাড়ায়) এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সালমা আক্তার ঐ এলাকার আনসার ভিডিপির সদস্য আমির উদ্দিন (৩৫) এর স্ত্রী ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শামসুল ইসলামের একমাত্র মেয়ে। পারিবারিক সুত্রে জানা যায়, আত্মহননকারী ওই মহিলার দুটি ছেলে সন্তান রয়েছে তারা হলো আট বছর বয়সের গনি ও আড়াই বছরের ওমর ফারুক।
এ বিষয়ে স্থানীয় (দক্ষিণ মাঝা পাড়ার) শাহিনুর ইসলাম (৩৮) জানান,আমি দুপুরে গোসল করার সময়ে আমার স্ত্রীর মাধ্যমে শুনতে পাই পরে ঘটনাস্থলে গিয়ে ২ ফুট দূর থেকে দেখতে পাই যে আত্মহননকারীর ভাতিজা শাহিন লাশ নিচে নামায়। কি কারণে এই আত্মহত্যা ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে জানতে চাইলে তিনি জানায়,
আজ থেকে ২-৩ দিন আগে ওর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছিল কিন্তু আজকে কোন ঝাগড়া হয়নি তারপরও কেন যে এই ঘটনা ঘটলো। তবে এই বিষয়ে নিহত সালমা আক্তারের চাচাতো ভাই মহির উদ্দিন অভিযোগ করে বলেন,আমার বোন আত্মহত্যা করতে পারেনা; ওকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
থানায় অভিযোগ করা হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখি আমরা আলোচনা করে ডিসিশন নিয়ে থানায় যাব। এই রিপোর্ট করা পযন্ত এ বিষয়ে খানসামা থানা পুলিশ জানিয়েছে, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য ব্যবস্থা করা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।