সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প এর আওতায় Consultation Workshop on Environmental and Social Safeguard Compliance at Community Level শীর্ষক ওয়ার্কশপ পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন জনাব স. ম. রেজাউল করিম কোয়ালিটি অস্যুরেন্স ম্যানেজার খুলনা, জনাব সরোজ কুমার মিস্ত্রি ডিপিডি এসসিএমএফপি খুলনা বিভাগ খুলনা, জনাব মোঃ আনোয়ার ইকবাল উপজেলা চেয়ারম্যান পাইকগাছা খুলনা,
জনাব মমতাজ বেগম উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা খুলনা, জনাব মোঃ শিয়াবুদ্দিন ফিরোজ বুলু উপজেলা ভাইস চেয়ারম্যান পাইকগাছা খুলনা, জনাব লিপিকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পাইকগাছা খুলনা,
জনাব কাজল কান্ত বিশ্বাস চেয়ারম্যান লতা ইউনিয়ন পরিষদ পাইকগাছা খুলনা।আরও উপস্থিত ছিলেন খাল সংলগ্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ, ক্লাস্টার চাষী বৃন্দ, পুনঃখনন কাজে নিয়োজিত শ্রমিকবৃন্দ,পার্শবর্তী ঘেরচাষীবৃন্দ,
স্থানীয় সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সরোজ কুমার মিস্ত্রি উপ প্রকল্প পরিচালক এসসিএমএফপি খুলনা বিভাগ।