“একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ জুন) রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মারুফ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনবন্ধু এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সুধীজন।