মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃ শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আদমদীঘির হাটখোলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফারুক হোসেন, খন্দকার ফাইম হোসেন, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান মিজান, রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, রায়হান, তামিম হোসেন, নজরুল ইসলাম, জুয়েল রানা, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য-সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক সাজু হোসেন, সোহাগ মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাপ্পী হোসেন, ইসতিয়াক আহম্মেদ সিহাব, মেজবাহুল হাসান জিহাদ, হাসিবুর রহমান, জিসান সরদার, আব্দুল খালেক, মোহাসিন আলী, মোহাম্মদ আলী মুন্না, আসলাম হোসেন, নাদিম মাহমুদ, রহমত আলী, তাজবিদ আহম্মেদ, হারুনুর রশিদ হারুন, সোহানুর রহসান, আলী আফসান জেমি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের সাধারন সম্পাদক আবু সাঈদ মিম প্রমুখ।
বক্তরা বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আন্দোলনের মাধ্যমে গদিচ্যুত করা হবে।