মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জেও চলছে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) টিকা নিতে মানুষের মধ্যে ছিল ব্যাপক সাঁড়া। এতোদিন অনলাইনে রেজিস্ট্রেশন বিড়ম্বনায় পিছিয়ে থাকা সাধারণ লোকজন টিকা নিতে প্রতিটি কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় ১৬ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৬৫ জনকে টিকা দেয়া হয়
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর জন্মদিন উপলক্ষে উপহার স্বরুপ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজকের এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। স্বাস্থ্য সহকারী, উপজেলা প্রশাসন ও সেচ্ছাসেবকদের সহযোগিতায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ করতে পেরেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।