মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ মাছ চাষের বর্তমান অবস্থা, সংকট ও সমাধান সহ মৎস্য খাতের উন্নয়নে মাছ চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের ৩য় দিনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বরহিত ইউনিয়নে ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, শুধুমাত্র কার্পজাতীয় মাছ চাষ না করে অন্যান্য লাভজনক মাছ চাষেও চাষিদের এগিয়ে আসার আহবান জানান। মৎস্য অধিদপ্তর এবং মৎস্য খামারীদের সমন্বিত প্রচেষ্টায় সকল সমস্যা কাটিয়ে দেশকে মাছ চাষে আরো সমৃদ্ধ করে দেশকে উন্নয়ন ঘটাবে বলে আশা প্রকাশ করেন।

উক্ত মতবিনিময় সভায় চাষিরা জীবন্ত মাছ পরিবহনে রাস্তায় জটিলতা সৃষ্টি, মাছের আড়তে মাছ পরিমাপে অসাধুতা বা ডিজিটাল পরিমাপ যন্ত্র না ব্যবহার করা, মাছে ব্যবহৃত খাদ্যের মান যাচাই ব্যাবস্থায় অভাবসহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল সহ এলাকার অন্যান্য মৎস্য চাষিরা।