শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মাদ নগর বাবলু সড়কে ইজিবাইকের গ্যারেজ থেকে ম্যানেজার মোঃ শামীমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত শামীম (২০) খুলনার দারোগার ভিটে শান্তিনগরের মোঃ মুজিবুর রহমান মোড়লের ছেলে। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর কুমার সরকার বলেছেন, গত রাতের কোন একসময়ে শামীমকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে খুমেক কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে নিহতের লাশ দেখে স্পষ্ট মার্ডার এটা নিশ্চিত বলে জানিয়েছেন ওসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।