শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:খুলনার ফুলতলায় গলা কাটা নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহর মাথার অংশ এখনও পাওয়া যায়নি।
আজ বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার উত্তরডিহি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস তালুকদার জানান, ওই এলাকার ধান ক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মরদেহটি অল্প বয়সি এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বিছিন্ন মাথা এখনো পাওয়া যায়নি। তাই পরিচয়ও শনাক্ত করা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।