শেখ নাসির উদ্দিন,খুলনা প্রতিনিধি: খুলনার জেলার রুপসা থানার মৈশাগুনি গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ রাজু (২০) গতকাল শুক্রবার রাতে ৮ টার সময় রুপসা সেনের বাজার অটো স্ট্যান্ড থেকে ৪ জন লোক তেরখাদা থানার আড়কান্দির গ্রামে উদ্দেশ্যে (ভাড়ায়) নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়।
তার পর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি রাজুর। ছেলেটিকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। ছেলেটির পরিবার নিরুপায় হয়ে রুপসা থানায় একটি জিডি করেছে। দরিদ্র পরিবারের ছেলেটির আয়ের উপর নির্ভর করে কষ্টের মধ্যে দিয়ে সংসার চলে । ছেলেটিকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।