রংপুর জেলা, গংগাচড়া: রংপরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। পরে র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি এমদাদুল হক, আমিনুর রহমান প্রামাণিক, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, আব্দুল আউয়াল পাভেল, লাইয়েবুল ইসলাম লেবু প্রমুখ।
এসময় উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেবদাস বর্মন, সদস্য সচিব রজব আলী, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দীন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র লীগের সভাপতি কাওছার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক জিএম শাহজালালসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।