সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা: ১৭ই মার্চ বুধবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার অদুরে বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালিত হয় ।
বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাস্থ্য বিধি মেনে পুষ্পস্তবক ও পুস্পমাল্য প্রদানান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রমেন্দ্র নাথ মল্লিকের সভাপতিত্বে বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব উৎপলেন্দু গাইনের উপস্থাপনায় আলোচনা সভার সার্বিক সহযোগিতা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নীহার রঞ্জন বাইন ।
বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শিক্ষক জনাব বলরাম পাল ,জনাব রনজিত কুমার মন্ডল ( শিক্ষক) , জনাব খায়রুল আলম ( শিক্ষক ) , রীনা রানী মল্লিক ( শিক্ষক) , প্রমুখ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।