বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে উত্তরের জনপদে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ।
তবে আগামী ২/১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু স্থান হতে শৈত্যপ্রবাহটি প্রশমিত হতে পারে।
শনিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।
তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এছাড়াও, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫; সৈয়দপুর ৮; রংপুর ৯ দশমিক ২; ডিমলা ৮ দশমিক ৯; নওগাঁয় ৮; রাজশাহী ৮ দশমিক ৯; চুয়াডাঙ্গা ৯; শ্রীমঙ্গল ৭ দশমিক ৬।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।