কামাল উদ্দিন টগর,নওগাঁ: নওগাঁ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

গত বহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মোট ৩৪২ ব্যক্তির নমুনা পরিক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। নমুনা পরিক্ষার ক্ষেত্রে ১৮৩ জনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রং পিসিআর ল্যাবে এবং বাকী ১৫৯ জনের নওগাঁ জেলা সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষা করা হয়েছে। জেলায় মোট আক্রান্ত ব্যক্তির স়ংখ্যা হলো ২৭৫০।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, রানীনগর উপজেলায় ৫ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন এবং সাপাহার উপজেলায় ৬ জন । এই চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থ্য হয়েছেন ৩৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২১০৮ জন।