অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার গতিরোধক কেড়ে নিল লতিফা বেগম (৩২) নামক ২ সন্তানের জননীর প্রাণ। তিনি উপজেলার কামারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

নিহতের স্বামী জাহাঙ্গীর জানান- মঙ্গলবার ভোরে রাজশাহীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ু–য়া মেয়েকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে জাহাঙ্গীর তার স্ত্রী ও ছেলে আলআমিন(৭)কে সঙ্গে নিয়ে বেটারীটচালিত ভ্যানযোগে বিরামপুর রেলষ্টেশনে যাওয়ার পথে নবাবগঞ্জ-বিরামপুর সড়কের উপজেলা পরিষদ গেটের সামনে থাকা গতিরোধকের সামনে পৌছিলে ভ্যানচালক সামনে গতিরোধক রয়েছে বুঝতে না

পারায় গতিরোধকের প্রচন্ড ঝাঁকুনীতে ভ্যানের যাত্রী জাহাঙ্গীর সহ তার পরিবারের সকলে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় লতিফাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।