নড়াইল- মাগুরা (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন মুলক কাজের উদ্বোধন হয়েছে । (১৩ মার্চ) শনিবার দুপুরে হবখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চলের সার্বিক তত্বাবধানে এ মহা সড়কের শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এর ভাই শামিম চাকলাদার উপস্থিত ছিলেন , সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন সমাজ সেবক বাবু পাঠক , জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল জামান মুকুল, সাবেক চেয়ারম্যান বাদশা মোল্যা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।