মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টার: রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে বিশ্ব তথ্য সুরক্ষা দিবসসহ ২০জনকে পদক প্রদান করে,নড়াইল জেলা লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক তিনি আরজেএফ সংগঠক পদক পেলেন। গত কাল শুক্রবার ২৮ জানুয়ারি বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বর্ষসেরা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে,অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরজেএফ সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক,
আরজেএফ সংগঠক পদক লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি মোঃ এনামুল হক কে তার হাতে তুলে দিলেন। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলী বাংলাদেশ ডায়েরীর সম্পাদক ড. খান আসাদুজ্জামান।
মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া, দৈনিক সকালের সময়ের যুগ্ম সম্পাদক মানিক লাল ঘোষ, বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দীন আমীন।
এসময় উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শফিউর রহমান কাজী, নড়াইল জেলা আরজেএফ ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, জামাল সিকদার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলু, যুব ও ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, ইসমাইল হোসেন রকি, স্থায়ী পরিষদের সদস্য মোঃ ছানাউল্লাহ, ফাতেমা বেগম, মানবাধিকার সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান রিক্তা, কার্যকরী সদস্য শাহদাত হোসেন শাহীন,
বগুড়া জেলা সভাপতি শাহ মেহেদী হাসান লিটন, নন্দীগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সোনারগাঁও উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, যশোর জেলার সমন্বয়কারী সুমন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি ও নড়াইল নিউজ ২৪ এর নির্বাহী সহ সম্পাদক মোঃ এনামুল হক।
লোহাগড়া উপজেলা আরজেএফ সদস্য মোঃ উলফাত শেখ,নড়াইল জেলা আরজেএফ মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা পারভীন জনি,আরজেএফ নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান নুরু,আরজেএফ’র সাধারণ পরিষদের সদস্য ওমর ফারুক রুবেল, রুবিনা শেখ, বিউটি আক্তার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সাংবাদিকসহ সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তথ্য সুরক্ষার সাথে সাথে দেশ রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরজেএফ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ২০জনকে পদক হাতে তুলে দিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।