তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বেয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া ব্রীজের নিকট নছিমনের এক্সেল ভেঙ্গে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে

মুরাদ বিশ্বাস (২৩) নামের এক চালক ঘটনাস্থলেই নিহত হয়। মুরাদ বিশ্বাস দাদপুর ইউনিয়নের পূর্বভারদি গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে। তার ১ ছেলে।
দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মুরাদ বিশ্বাস পেশায় একজন নছিমন চালক। সে মঙ্গলবার কানাইপুর থেকে নছিমনে আলু বোঝাই করে চিতারবাজার আসছিল। হাসামদিয়া ব্রীজের নিকট আসলে নছিমনের এক্সেল ভেঙ্গে রাস্তার পাশে পিঠেপড়া গাছের সাথে চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘনায় কারো মৃত্যুর খবর আমার জানা নেই।