মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষ্যে মীরসরাই উপজেলায় ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ৯টা বড়তাকিয়া


থেকে ইকোনমিক জোন ৫ কিলোমিটার মিনি এই ম্যারাথনটি সম্পন্ন হয়েছে । সেখান থেকে দীর্ঘ ৫ কিলোমিটার পায়ে হেঁটে মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছালে হাজার হাজার মানুষের অভিবাদনে শেষ হয় ম্যারাথনটি।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথনে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পৌর কাউন্সিলরগণ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা- পেশার মানুষসহ ৫শত পুরুষ অংশগ্রহণ নেন।


পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দীন সহ উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ প্রমুখ।