কলম কথা ডেস্কঃ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৬৯ তম বার্ষিকিতে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মণিরামপুরের সর্বস্তরের মানুষ মহান শহীদ দিবস পালন করেছে।

আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে মণিরামপুর উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় একে একে মণিরামপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, মণিরামপুর প্রেসক্লাব, দৈনিক কলম কথা পরিবারসহ সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে যায়। অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৯৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপচে পড়া ভিড় হয়।