আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল চকরাজাপুর ইউনিয়নে রাসেল ভাইপার ওরফে চন্দ্র বোড়া সাপের কামড়ে সোবহান শেখ (৩৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় নদীতে মাছ ধরার সময় তাকে দংশন করে।সোবহান শেখ চকরাজাপুর এলাকার তফিল উদ্দিন শেখের ছেলে। চকরাজাপুর এলাকার স্থানীয় যুবক হাফিজুর রহমান জানান,
সোবহান শেখ বুধবার নদীর তীরে ছ্যাকনা জাল দিয়ে মাছ ধরতে যায়, মাছ ধরার এক পর্যায়ে হঠাৎই আকস্মিকভাবে বিষধর রাসেল ভাইপার তাকে দংশন করেন। এমতাবস্থায় স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত এসে দেখেন সোবহান কাতরাচ্ছে। তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাঁড়ফুকে রাত যাপন করলেও (১৪ অক্টোবর) সকালে তার অবস্থার অবনতি হলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
সোবহানের শারিরীক অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় রামকে হাসপাতালে (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে তিনি মারা যান। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার সময় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সোবহান শেখ দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রেখে যান।
তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম জানান,ধারণা করা হচ্ছে বিষাক্ত এই রাসেল ভাইপার এ বছরের ভয়াবহ বন্যা’র পানিতে ভারত থেকে ভেসে এসেছে। আশ্রয় নিয়েছে পদ্মার বিভিন্ন চরাঞ্চলে। ইতিপূর্বে, এ বিষধর ভাইপারের দেখা মিলেছে চকরাজাপুরের পদ্মার তীরে, দু-একটা মারাও পড়েছে জেলেদের হাতে। ইদানিং, রাসেল ভাইপারের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে ইউনিয়নের বিভিন্ন স্থানে। বর্তমানে ইউনিয়ন জুড়ে এক আতঙ্কের নাম রাসেল ভাইপার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।