মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাহেব আলী জাম্বু (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ড়আত্মহত্যা করেছে। বুধবার (১৩ অক্টোবর) ভোরবেলার দিকে রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বরর্মপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী জাম্বু ওই গ্রামের মৃত জাকারিয়া হোসেনের ছেলে।
নিহত সাহেব আলীর (জাম্বু) মেয়ে বন্যা আক্তার বলেন, বাবা রাতে না খাইয়ে শুয়ে পড়েন, তার পর ভোরবেলায় তার নিজ ঘরের বারান্দায় আমি ঘুম থেকে ওঠে ঝুলন্ত লাশ দেখতে পাই। দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করি এবং চিৎকার করে বাড়ির লোকজন কে ডাকাডাকি করি।
পরে এলাকার লোকজন ও বাড়িতে ছুটে আসে। রানীশংকৈলে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল বলেন, আমাদের সন্দেহ হওয়ার কারনে লাশটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।