মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া পৌর সভার নির্বাচনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যাচ’৯৭ এর পক্ষ থেকে মেয়র পদে নির্বাচনের জন্য সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পৌর নির্বাচন বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ কিসলুর রহমান (এফসিএ,এমএ) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ব্যাচ’৯৭ এর গুরুত্বপূর্ণ সদস্যরা মেয়র প্রার্থী বাছাই এবং নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মেয়র প্রার্থী হিসেবে রোজিয়া সুলতানা চামেলীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিষয় গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে বর্তমানে সরকারের নারী নেতৃত্ব তৈরির প্রচেষ্টাকে আরো গতিশীল করতে ব্যাচ’৯৭ এর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ব্যাচ’৯৭ এর সকল সদস্যই মেয়র প্রার্থী হিসেবে রোজিয়া সুলতানা চামেলীর পক্ষে আন্তরিক ভাবে কাজ করার কথা জানান।
দলমত নির্বিশেষ সকল পৌর বাসীকে রোজিয়া সুলতানা চামেলীর পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানান। রোজিয়া সুলতানা চামেলী দীর্ঘদিন থেকেই এলাকার বিভিন্ন গরীব অসহায় মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন।
এছাড়া তিনি উচ্চ শিক্ষিত মানবিক গুণাবলীর অধিকারী। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জনাব শরিফুল ইসলাম, ব্যাচ’৯৭ এর স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব মাহফুজুর রহমান,দৈনিক আই বার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক জাহিদুল হক রনি, জনাব মামুনুর রশীদ, মিরাজ হোসেন, জাহাঙ্গীর হোসেন, নজরুল সরদার, বিএম জুয়েল, মোর্শেদ আলম,ব্যাংকার জামশেদুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।