শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে উপজেলার চনপাড়া শেখ রাসেল নগরের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বজলুর রহমান এ সভা করেন।

সভায় চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বজলুর রহমান বলেন ৯ নং ওয়ার্ডবাসী আমাকে মেম্বার হিসাবে নির্বাচিত করার পরে মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণা চনপাড়া শেখ রাসেল নগরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

এসময় নির্বাচনীয় দলমত নির্বিশেষে সভায় সবাই আগামী নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে আবারও বজলুর রহমান কে মেম্বার পদে সমর্থন দেয়।এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির হোসেন , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান ভান্ডারী,

সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মসজিদের মুফতি শরিফুল ইসলাম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১নং ওয়ার্ড জাতীয়তা বাদি বি এন পির সাবেক সভাপতি হাসেম চৌধুরী, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয়তা বাদি বি এন পির যুগ্ম সাধারন সম্পাদক ইউসুফ হাওলাদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয়তা বাদি বি এন পি নেতা জাফর মোল্লা,

চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মাদক নির্মুল কমিটির আহবায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহবায়ক মোঃ জাকির সিকদার, সহ যুগ্ম আহবায়ক মোঃ সপন বেপারি, জামাল মাস্টার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাত, সাধারণ সম্পাদক সর্নালী আক্তার, সহকারে আরো অনেকে।