মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে ডুবতে থাকা ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নিখোঁজ হয়েছেন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছোট ভাই রিয়াদের (৫) মরদেহ উদ্ধার করেছে। কিন্তু বড় ভাই অভি ফরাজির (৮) কোনো সন্ধান মিলেনি। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ পূর্ব কান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে তারা এ মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে।
রিয়াদ ও অভি একই এলাকার বাবু ফরাজির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে অভি তার ছোট ভাই রিয়াদকে নিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে আসে। তারা দুই ভাই গোসলে নামলে সাঁতার না জানায় ছোট ভাই রিয়াদ ডুবে যাচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে অভিও ঝাঁপ দেয়। পরে সেও নিখোঁজ হয়। পরবর্তীতে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে রিয়াদকে উদ্ধার করে। তবে অভির সন্ধান পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।