বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জেলা কোর কমিটির মতবিনিময় সভা শেষে উপজেলার নানা প্রকল্প প্রদশর্ন করলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। প্রকল্প গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ‘উপজেলা প্রশাসন অতিথি ভবন’ উদ্বোধন, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদর্শন, পৌর ও একটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এসব প্রকল্প ঘুরে দেখেন তিনি। দুপুরে ফিতে কেটে উপজেলা ভূমি অফিস সংলগ্ন নবনির্মিত ‘উপজেলা প্রশাসন অতিথি ভবন’ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার ভূমি দিলারা আকতার। পরে উপজেলা ও পৌর ভূমি অফিস এর বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এছাড়া উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের হস্তারযোগ্য ১২ টি ঘর পরিদর্শনসহ চতুল ইউনিয়ন পরিষদ ও বোয়ালমারী পৌর কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর মেয়র মো সেলিম রেজা লিপন, কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় এবং পৌরসভার আয় ব্যয় ও নানা উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম অমিত দেব নাথ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোশারেফ হোসাইন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার,
শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।