মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

দেবহাটায় সাতক্ষীরা জেলা শ্রেষ্ট পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার ১৯শে জুলাই, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্য্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য সাতক্ষীরা জেলার মধ্যে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু শ্রেষ্টত্ব অর্জন করেন।

 সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির চেয়ারম্যান বাবুকে সেই সম্মাননা পুরষ্কারটি তুলে দেন। পারুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাদের আয়োজনে অনুষ্ঠিত ঐ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমাজসেবক আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুর আমিন, সাবেক শিক্ষক নওশের আলী, সমাজসেবক আলহাজ্ব হবিবার রহমান, সমাজসেবক গোলাম মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মুনসুর আলী ও পারুলিয়া সেড কমিটির আহ্বায়ক আব্দুল কাদের। ইউপি সদস্য অসীম কুমার ঘোষের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পারুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার বাগ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, পারুলিয়া বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউপি সচিব প্রবীর কুমার হাজারী, ইউপি সদস্যদের মধ্যে ফরহাদ হোসেন হীরা, রবিউল ইসলাম, নুর বানু কাদেরী প্রমুখ।

বক্তারা এ সময় ইউপি চেয়ারম্যানের এধরনের সাফল্যে তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জনগনের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারন মানুষের জীবনমান উন্নয়নে আগামীতেও আরো সাফল্য অর্জনে ভূমিকা রাখার আহবান জানান।