ঈদকে সামনে রেখে পরিবার ও আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছে মানুষ।
এরই ধারাবাহিকতায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলাচলরত লঞ্চ ও স্পিডবোটে চড়ে ১৫ ঘণ্টায় পদ্মা পার হয়ে নাড়ির টানে বাড়িতে ছুঁটে গেছেন ১ লাখ ১০ হাজার ঘরমুখো মানুষ।
আরো পড়ুন: শ্রীমঙ্গলে সজীব ওয়াজেদ জয় পরিষদের ইফতার বিতরণ
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে এসব যাত্রী পদ্মা পার হয়েছে বলে জানিয়েছে শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ সূত্র।
এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ফেরিতে পদ্মা পার হয়েছে ১৫ হাজারের বেশি ঘরমুখো মানুষ। বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ফেরিতে ১৫ হাজারের বেশি মানুষ পারাপার হয়েছেন।
আরো পড়ুন: নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মধুখালীতে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ
সূত্র আরও জানায়, শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে ধূলি ঝড় শুরু হয়। ফলে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী লঞ্চগুলো চলাচাল করার কথা থাকলেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে তা বন্ধ করে দেয়া হয়। এতে বেশ ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।