তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ার জেরে নুপুর আক্তারকে (২৫) হত্যার ঘটনায় তার দুই স্বামী মুসা মোল্যা (৩২) ও নাঈমকে আসামি করে নুপুরে মা পারভীন বেগম মামলা করেন। মামলাটি রবিবার (২৩ অক্টোবর) নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৩। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান শনিবার বিকেল ৫ টার দিকে আসামি মুসা মোল্যাকে ঢাকা হেমায়েতপুর ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করেন। অপর আসামি নাঈম পলাতক রয়েছে।

এসআই আব্দুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারের পর রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সে ছুরি আসামির বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে হত্যার আলামত উদ্ধার করে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গগত, পরকীয়ার জের ধরে গত (২০ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে নুপুর বেগমের প্রথম স্বামী মুসা মোল্যা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।