ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা সাভারে ছাত্র কর্তৃক প্রভাষক উৎপল কুমার সরকার কে হত্যা ও সারা দেশে শিক্ষক নির্যাতন, লাঞ্চনার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
ঢাকা সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনা ও ইমেরিটাস অধ্যাপকের বাড়ি দখল করে হয়রানির ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
আজ শনিবার (২ জুলাই) বিকাল ৩ টায় সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
এতে শিক্ষক নেতারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছনা, হত্যা আর হয়রানিতে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, শিক্ষকদের নিরাপত্তায় আইন ও সম্মান বজায় রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যাতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেন- সেই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নিকট যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।