মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে ২৪ এপ্রিল বিকেলে মাহমুূদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আ’ লীগের উদ্দ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেন একরামুলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

– জামালপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ মোঃ আমানুল্লাহ আকাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জান,

মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ’ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।