মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুর পুনাক (পুলিশ নারী কল্যান সমিতি) শিল্প ও পণ্য মেলার অবকাঠামো কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় জেলা শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে প্রধান
অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে মেলার অবকাঠামো কাজের উদ্বোধন পুলিশ সুপার মো. কামারুজ্জামান।
অনুষ্ঠানে পুলিশ লাইন্স ক্রিয়েটিভ ফর এডুকেশন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুনাক সভানেত্রি সানজিদা হক ও আদিবাসি মহিলা উন্নয়ন সং¯’ার সভানেত্রি রাখি মনি সিনহা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামারুজ্জামান বলেন, শেরপুরে আগামী বছরের জানুয়ারীতে পুনাক শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হবে। জেলায় প্রথম ও ভিন্ন আয়োজনের কারনে একটু আগে সাংবাদিকদের ও জেলাবাসীদের জানানো হলো। আশা করি সুন্দর পরিবেশে বড় একটা মেলা আয়োজিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।