আজম খান, বাঘারপাড়া (যশোর) : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোরের বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিন সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মৎস্যজীবি, মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশ নেন। র্যালীটি উপজেলা সদরের চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, সহকারী প্রোগ্রামার (আইসিটি) অজয় কুমার পাল, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এনায়েত হোসেন লিটন প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী তুহিন রানাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।