রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় সোনালী ব্যাংক শাখার অধীনে সিরাজগঞ্জ বাজারে আউটলেট (এজেন্ট ব্যাংকিং) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মেসার্স মা ট্রেডার্স এর আয়োজনে বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকায় এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

মনপুরা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেল,সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস ভোলার ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) সরদার মোঃজাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক লিঃ ভোলা অফিস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃতারিকুজ্জামান,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মোহরলাল চক্রবর্তী,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

সোনালী ব্যাংকের এজেন্ট মেসার্স মা ট্রেডার্সের সত্বাধীকারী রাকিব হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম লিটন,বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন হাওলাদার প্রমূখ।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শেণির মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক।সিরাজগঞ্জ বাজার এজেন্ট শাখার প্রথম সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠনিকভাবে চালু হলো । এখান থেকে গ্রাহকরা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সাথে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান। ক্যাপশন-মনপুরায় প্রথম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।