শেখ রাসেল,মোংলা উপজেলা প্রতিনিধি: পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফিজি মোংলার আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ’র সহায়তায় “ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট প্রশিক্ষণ” এর উদ্বোধন হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রধান তুহিন আফসারি।
প্রশিক্ষণ চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের এসপিএল প্রোজেক্ট’র বাগেরহাট জেলা সমন্বয়কারি সুকমল মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।