মাগুরা প্রতিনিধিঃ প্রায় এক একর জায়গা বিস্তৃত দুটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুরে। সোমবার (১৪ মার্চ) সকালেও যেখানে ছিলো সবুজ পানের ক্ষেত।দুপুরে কয়েক ঘন্টার ব্যবধানে সেগুলো পুড়ে ছাইয়ের স্তুপে পরিনত হয়ে নিঃস্ব হয়ে গেছে দুই পানচাষী । ঐ দুই পান চাষী গঙ্গারামপুরের বারোবাজারি পাড়ার জিষ্ণু দত্ত এবং মৃত হরসিত স্বরের ছেলে নিরঞ্জন স্বর।

এলাকাবাসী জানান, সোমবার দুপুর বারোটার দিকে শালিখা উপজেলার গংগারামপুর গ্রামের দক্ষিনপাড়ার মাঠে সর্বপ্রথম জিষ্ণু দত্তর পানের বরজে আগুনের লেলিহান শিখা দেখে ছুটে যান আগুন নেভাতে। কিছু বুঝে ওঠার আগেই দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই অগ্নিশিখা যেনো আকাশ ছুই ছুই ধরে।এসময় আশপাশের সবার চিৎকারে এলাকার মানুষ সবাই পানি দিয়ে আগুন নেভানোর শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।

আগুন নিয়ন্ত্রন না আনার কারন হিসেবে ধরা হয়,পাশে কোনো জলাশয় না থাকা আর পানের বরজে শুকনো বাশ, ছন, থাকা। পাশে থাকা নিরঞ্জন স্বরের পানের বরজ টিতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন্টা দেড়েকের মধ্যে চোখের নিমিষেই পুড়ে যায় দুটি বরজ। বাজারে পানের দর বেশি থাকায় আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সকলের ধারণা।

এ ক্ষতি কোন কিছুতে পুষিয়ে নেওয়া সম্ভব নয় ঐ কৃষকের। এ দূর্ঘটনায় কৃষকদ্বয় বাকরুদ্ধ হয়ে গেছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত সবার ধারনা, পাশ্ববর্তী আসাদের জমি থেকে প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত ঘটে । আসাদের জমিতে সিমের টালে আগুন দেওয়া হয়েছিলো। সেখান থেকেই আগুনের ফুলকি বাতাসে পানের বরজে উড়ে গিয়ে পড়ে ছড়িয়ে পড়ে আগুন।

 

কলমকথা/ বিথী