মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা পরিষদ কর্তৃক জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সাংসদ এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম,পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব বাদল চন্দ্র হালদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র জনাব খুরশীদ হায়দার টুটুল, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ। অনুষ্ঠানে জেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা,১৫ আগষ্টে নিহতদের ,মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ সম্ভ্রম হারানো মা বোনের ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।