মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেল ২০২ টি পরিবার। ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইকরাম হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মমিন, মহম্মদপুর উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মহোদয় প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরে জানান,মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অন্য জেলা গুলোর সাথে মাগুরা জেলায় শেষ হওয়া গৃহহীন ভূমিহীন পারিবারের জন্য ২০২টি ঘর উপকার ভোগিদের মাঝে হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৫২টি,মহম্মদপুর উপজেলায় ৪৩টি,শালিখা উপজেলায় ৬৭টি এবং শ্রীপুরে ৪০ টি ঘর রয়েছে। এ কার্যক্রমের আওতায় মাগুরা জেলায় ২৬৮টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।মাগুরা জেলায় লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭৫ টি গৃহ নির্মাণের, যার মধ্যে ৫১২ ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে।এছাড়াও আশ্রয়ণ -২ প্রকল্পের আওতাধীন ২৬৮টি ঘর নির্মাণ করা হয়েছে যার প্রতিটি গৃহের জন্য ২,৫৯,৫০০ টাকা বরাদ্দ ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।