নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল শাখার অধীনে নাভারন আইএফআইসি ব্যাংকে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই নাভারন আইএফআইসি ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। আজ মঙ্গলবার (৮ মার্চ)বিকাল ৩ টায় কেক কেটে নাভারন আইএফআইসি ব্যাংকে পালিত হলো নারী দিবস।তারপর অতিথিদের মাঝে খাবার পরিবেশন করে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের মোঃ জুবায়ের হোসেন (বিএম), সাগর হোসেন(টিএসও) ডিপ কর্মকার (টিএসও),মোঃরাসেল উদ্দীন (ডিএসটি), মোঃশরিফুল ইসলাম,রায়হান কবির (সদস্য)। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমির হোসেন মার্কেটের মালিক,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃআনারুল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নাসিম আক্তার সহ আরও অনেকেই।

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’

 

কলমকথা/ বিথী