যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার ঠাণ্ডু বিশ্বাসকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা ঠান্ডু বিশ্বাসকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কলমকথা/ বিথী