মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬/ এপ্রিল সন্ধ্যায় লোহাগড়া লক্ষীপাশা ব্রীজ সংলগ্ন কে এন্ড কে রেস্টুরেন্টে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার (এমপি) সৌজন্যে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় দেড়শতাধি বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে অংশ দেন। ইফতার মাগফিলে দেশ ও জাতির কল্যাণ- মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন আলা, সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন, সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ম্যানেজার এস এম মহব্বত হোসেন, ইসলামী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ম্যানেজার শেখ মাহামুদুর রহমান, জয়পুর ইউনিয়ন পরিষদ(ইউপি)চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম সুমন,কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান, লোহাগড়া ইউনিয়ন চেয়ারম্যান, জেলা আ.লীগের সংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।