ফকিরহাটে শিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মরিয়ম নামে একজন একজন গর্ভবর্তী মহিলা রোগীর রক্তের গ্রুপ ও আল্টাসনো গ্রামের ভুল রির্পোট দেওয়ার অভিযোগ পাওয়াগেছে।

ভুক্তভোগী ওই মহিলা জানান, ২৮জুন ২০ সালে শিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি করাতে যান।চিকিৎসক তাকে রক্তের গ্রুপ টেষ্ট ও আল্টাসনোগ্রাম করতে বলেন।

ডাক্টারের পরামর্শে তিনি ওই ক্লিনিকে রক্তের গ্রুপ নির্ণয় ও আলটাসোনো গ্রাম করেন। ক্লিনিকের প্যাথলজি থেকে সরবরাহ কৃত রিপোর্টে দেখতে পান তার রক্তের গ্রুপ ( বি+)। শরীরে রক্ত কম থাকায় (বি+) রক্ত যোহাড় গ্রহন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি সুফিয়া মেমোরিয়াল মাও শিশু জেনারেল হাসপাতালে গিয়ে রক্তের গ্রুপ টেষ্ট করান সেখানে তিনি দেখতেপান তার রক্তের গ্রুপ ( ও+)।

মরিয়াম আরও জানান, ৬ জুলাই ২০২০ তারিখে শিকদার ক্লিনিকের মালিক ডা. মাহফুজুর রহমান আমার আলটাসোনো গ্রাম করেন। আলটাসোনো গ্রামের রিপোর্টে দেখতে পায় আমাকে ডেলিভারির ডেট দেওয়া হয়েছে ৯ এপ্রিল ২০২০ তারিখ।

এসব ভুল রির্পোটে আমাকে অনেক ভোগান্তীর স্বীকার হতে হয়েছে। এ বিষয় জানতে চাইলে ক্লিনিকে মালিক ডা. মাহফুজ রহমান ঘটনার সত্যতা স্বীকর করে বলেন এট করনিক ভুল। এ ভুলের দায়কার জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি।